Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মে ২০২৩

জনাব ধূর্জটী প্রসাদ সেন

জনাব ধূর্জটী প্রসাদ সেন বি-আর পাওয়ারজেন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ১৯ মার্চ ২০২৩ তারিখে যোগদান করেন। তিনি পদাধিকারবলে বি-আর পাওয়ারজেন লিঃ এর একজন বোর্ড পরিচালক। এছাড়াও তিনি বিআরপিএল-এর অ্যাডমিন, লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স কমিটি, টেকনিক্যাল অ্যান্ড প্রকিউরমেন্ট কমিটি এবং কোম্পানি প্রজেক্ট স্টিয়ারিং কমিটির সদস্য। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সদস্য (পিএন্ডডি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সদস্য (পিন্ডডি) এর পাশাপাশি বি-আর পাওয়ারজেন লিঃ এবং ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিঃ এ বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জনাব ধূর্জটী প্রসাদ সেন ১৯৮৬ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)- এ সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে চট্টগ্রাম পাওয়ার প্ল্যান্ট, চট্টগ্রাম এবং বৃহত্তর খুলনা বিদ্যুৎ বিতরণ প্রকল্প (ফেইজ-২) এ দায়িত্ব পালন করেছেন। তিনি নির্বাহী প্রকৌশলী হিসেবে শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্র, ৫-শহর প্রকল্প এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, রংপুর  জোন- এ দায়িত্ব পালন করেছেন। তিনি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, রংপুর জোন এর প্রকল্প পরিচালক (প্রধান প্রকৌশলী), হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ফরিদপুর জেলায় সম্ভ্রান্ত হিন্দু পরিবারে ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। জনাব ধূর্জটী প্রসাদ সেন ১৯৮৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং (যন্ত্র কৌশল) ডিগ্রি অর্জন করেন এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে EMBA ডিগ্রি সম্পন্ন করেন। চাকুরিতে কর্মরত অবস্থায় তিনি দেশ-বিদেশে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণ ও পেশাগত কারণে তিনি অস্ট্রিয়া, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, চীন ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ ভ্রমণ করেছেন।

তিনি ব্যক্তি জীবনে বিবাহিত এবং ০২ (দুই) সন্তানের জনক।